বিএনপি নেতা ওয়াসিম পাটওয়ারী কারাগারে

স্টাফ রিপোর্টার
এক সময়ের তুখোড় ছাত্রদল ও বিএনপি নেতা রাফিউস শাহাদাত ওয়াসিম পাটওয়ারীকে বিদ্যুতের একটি মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত।
চাঁদপুর মডেল থানা পুলিশ জানিয়েছে, বিএনপি নেতা ওয়াসিম পাটওয়ারীর বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় গত ১৬ আগস্ট নতুন বাজার এলাকা থেকে তাকে আটক করে চাঁদপুর মডেল থানার এসআই শহীদুল্লাহ এবং একই দিন তাকে আদালতে উঠালে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার এসআই শহীদুল্লাহ বলেন, তার বিরুদ্ধে বিদ্যুতের একটি মামলায় ওয়ারেন্ট থাকায় আমরা তাকে আটক করে আদালতে প্রেরণ করি।
১৯ আগস্ট, ২০২১।