বিদেশ যেতে ব্যর্থ যুবক, অভিমানে না ফেরার দেশে

স্টাফ রিপোর্টার
প্রবাসে যেতে ব্যর্থ হয়ে আত্মহনন করেছেন ইমাম হোসেন (২৪) নামের এক যুবক। মঙ্গলবার বিকেলে খবর পেয়ে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে। হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর ইউনিয়নের আহমম্মদপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ইমাম হোসেন ওই গ্রামের মোহাম্মদ উল্যাহর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য ফিরোজ আহমেদ হীরা বলেন, বিদেশ যাওয়ার টাকা জোগান দিতে দেরি করায় বাবার ওপর অভিমান করেন ইমাম হোসেন। সোমবার রাতে ঘরে ফাঁস দেন তিনি। পরে আজ বিকেলে পুলিশে খবর দিলে তারা লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
হাজীগঞ্জ থানার ওসি মো. হারুন অর রশিদ বলেন, যুবকের অভিমানে আত্মহত্যার খবর পেয়ে লাশ উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোন অভিযোগ দেয়নি কেউ।
০৮ সেপ্টেম্বর, ২০২১।