গত সোমবার সন্ধ্যা ৭টায় শহীদ জাবেদ মুক্ত স্কাউট গ্রুপের উপ-দলনেতা আবরার সাজিদ ২৪তম বিশ্ব স্কাউট জাম্বুরিতে অংশগ্রহণের জন্যে বাংলাদেশ স্কাউটসের ৬০ জন প্রতিনিধি দলের সদস্য হয়ে আমেরিকায় গমন করেছেন। ঐ জাম্বুরিতে ১৫৪ দেশের প্রায় দুই লাখ স্কাউট, লিডার বিভিন্ন আকর্ষণীয় প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। আবরার সাজিদ কিছুদিন আগেও ভারত বাংলাদেশ ফ্রেন্ডশীপ ক্যাম্পে অংশগ্রহণ করেন।
শহীদ জাবেদ মুক্ত স্কাউট গ্রুপ বাংলাদেশের অন্যতম স্কাউট গ্রুপ যে গ্রুপ থেকে প্রতি বছর প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড, জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রোগ্রামে দলের সদস্যরা অংশগ্রহণ করেন। ইতোপূর্বে পাঁচটি বিশ্ব স্কাউট জাম্বুরিতে দলের ১২ জন স্কাউট সদস্য ও ২ জন লিডার সাফল্যের সাথে অংশগ্রহণ করেন।
হাজি মহসিন রোডের বিশিষ্ট ব্যবসায়ী বিসমিল্লাহ ট্রেডার্সের মালিক মো. আবুল হাসানাত ভূঁইয়া (আরিফ) ও রাধিয়াতুন মার্জিয়া (সোনিয়া)-এর বড় ছেলে আবরার। আগামি ২ আগস্ট জাম্বুরি শেষ করে বাংলাদেশে ফিরে আসবেন তিনি।
বিশ্ব স্কাউট জাম্বুরিতে অংশগ্রহণের পিছনে দলের সভাপতি মোহাম্মদ রফিকউল্লাহ ও গ্রুপ স্কাউট লিডার মো. আখতারুজ্জামানের অনুপ্রেরণা ও সহযোগিতা রয়েছে বলে তিনি জানান। আবরার সবার কাছে দোয়া প্রার্থী।
২৪ জুলাই, ২০১৯।