বুলবুলের তাণ্ডবে লণ্ডভণ্ড দু’তলা পোল্ট্রি ফার্ম

স্টাফ রিপোর্টার
ঘূর্ণিঝড় বুলবুল তাণ্ডব চালিয়ে ক্ষতবিক্ষত করেছে দেশের উপকূলীয় অঞ্চল। এর তাণ্ডবে হতাহত হয়েছেন শতাধিক মানুষ। মাটির সাথে মিশে গেছে পাকা-আধাপাকা ফসল। এর হিংস্র থাবা থেকে রক্ষা পায়নি পশু-পাখিও।
গত রোববার চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের করের দোকান এলাকায় দু’তলা মুরগির ফার্মের ওপর গাছ উপড়ে পড়ে। এতে দু’তলা মুরগির ফার্মটি চুর্ণ-বিচুর্ণ হয়ে যায়। ফার্মের সাড়ে ৭ হাজার মুরগি মারা যায়। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় ভুক্তভোগী ব্যবসায়ী।
মুরগি খামার মালিক জি এম এরশাদ সোহেল জানান, ঘূর্ণিঝড় বুলবুল তাণ্ডবে বড় গাছ পড়ে আমার দোতলা মুরগির ফার্ম ভেঙে তছনছ হয়ে গেছে। টিনের চাপায় এ সময় সাড়ে ৭ হাজার মুরগির মারা যায়। আমি এখন নিঃশ্ব। বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে লোন নিয়ে আমি শান্তা পোল্ট্রি ফার্ম নামের প্রতিষ্ঠান দাঁড় করিয়েছিলাম। এখন আমার পথে বসার মতো অবস্থা।