বেগম রোকেয়ার আদর্শ সম্পর্কে জানতে ও মানতে হবে : জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান

শাহ আলম খান
‘নারী-পুরুষ সমতা রুখতে পারে সহিংসতা’ এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় আলোচনা সভা ও জয়িতা সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর চাঁদপুর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
তিনি তার বক্তব্যে বলেন, রংপুর জেলার পায়রাবন্দে বেগম রোকেয়ার জন্মস্থান। তিনি পর্দার আড়ালে থেকেও সমাজের জন্য অনেক কাজ করেছেন। উনার আদর্শ কি ছিলো তা, আমাদের জানতে হবে এবং মানতে হবে। দুঃখের সাথে বলতে হয়, রোকেয়া পদকের জন্য চাঁদপুর থেকে এ পর্যন্ত আমি কোন সফল নারীকে পাঠাতে পারিনি।
মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক রাফিয়া ইকবালের সভাপতিত্বে ও তথ্য সেবা কর্মকর্তা ফাতেমা আক্তারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দাউদ হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদ পারভেজ চৌধুরী, স্বাধীনতা পদকপ্রাপ্ত ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দাউদ হোসেন চৌধুরী বলেন, ৫টি ক্যাটাগরিতে যারা নির্বাচিত ও সংবর্ধিত হয়েছেন তাদের জেলা প্রশাসকের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং যারা নির্বাচিত হননি, তারা আগামিতে চেষ্টা অব্যাহত রাখবেন। নারী নির্যাতনের ঘটনা ঘটলে প্রয়োজনে পুলিশের সহযোগিতা নিবেন। কিন্তু এসব ঘটনাকে পুঁজি করে বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করবেন না।
নির্বাচিত জয়িতারা হলেন- হাজীগঞ্জ উপজেলার রাবেয়া আক্তার মায়া। তিনি অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী একজন নারী। চাঁদপুর সদর উপজেলার সালমা আক্তার। তিনি শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সফলতা অর্জন করেছেন। হাজীগঞ্জ উপজেলার ফাতেমা খাতুন। তিনি সফল জননী নারী। মতলব দক্ষিণ উপজেলার খাদিজা বেগম। তিনি নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যোমে জীবন শুরু করেছেন। কচুয়া উপজেলার মোসাম্মৎ শাহিনুর। তিনি সমাজ উন্নয়ন অসাম্য অবদান রেখেছেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থা চাঁদপুরের চেয়ারম্যান অধ্যাপিকা মাসুদা নুর খান। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তথ্য ও সেবা সহকারী লাভনী আক্তার। আলোচনা সভার আগে বেগম রোকেয়া দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি সার্কিট হাউজ থেকে শুরু করে জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে এসে শেষ হয়।
অনুষ্ঠানের সর্বশেষ পর্বে নির্বাচিত জয়িতাদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন জেলা প্রশাসকসহ অতিথিবৃন্দ।