বৈদ্যুতিক সর্ট-সার্কিটের আগুনে ক্ষতিগ্রস্ত হাজীগঞ্জে ৩ ব্যবসায়ীকে উপজেলা প্রশাসনের সহায়তা

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে বৈদ্যুতিক সর্ট-সার্কিটের আগুনে ক্ষতিগ্রস্ত তিনজন ক্ষুদ্র ব্যবসায়ীকে সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। গতকাল সোমবার প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ টাকা, ঢেউটিন ও কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম দিপু উপস্থিত ছিলেন।
জানা গেছে, উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের চেঙ্গাতলী বাজারের আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আব্দুর রহিম প্রধানীয়া ও এরশাদ হোসেনকে নগদ ৯ হাজার করে মোট ১৮ হাজার টাকা, ৩ বান্ডিল করে মোট ৬ বান্ডিল ঢেউটিন এবং হাজীগঞ্জ পৌরসভাধীন ৮নং ওয়ার্ড টোরাগড় গ্রামের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আফছার উদ্দিনকে নগদ ৬ হাজার টাকা, ২ বান্ডিল ঢেউটিন ও ২টি কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–য়া।
এর আগে বৈদ্যুতিক সর্ট-সার্কিটের আগুনে উল্লেখিত তিনজন ক্ষুদ্র ব্যবসায়ীর দোকানঘর, দোকানে থাকা নগদ টাকা ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে তার নিঃস্ব হয়ে পড়ে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–য়া প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দেন। যার ফলে সোমবার তাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়।
এদিকে দ্রুত সময়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।