বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘চাঁদপুর জেলা’ আহ্বায়ক কমিটি বয়কট

স্টাফ রিপোর্টার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘চাঁদপুর জেলা’ আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রিয় সংগঠনের আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ হোসেন। তবে কমিটি ঘোষণার পর পরই নানা প্রতিক্রিয়া দেখিয়ে কমিটির ২১৭ জনের মধ্যে প্রায় ১৭০ জন পদত্যাগ করেছে বলে দাবি এবং কমিটি বয়কট করে।
গত বুধবার দিবাগত রাত সাড়ে ১০টায় চাঁদপুর প্রেসক্লাবে প্রেস ব্রিফিং করে ঘোষিত কমিটির বেশ কয়েকজন শিক্ষার্থী এই কমিটি বয়কটের ঘোষণা দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ হোসেন স্বাক্ষরিত এই কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হওয়ার পর থেকেই কমিটিতে নাম থাকা শিক্ষার্থীরা প্রতিক্রিয়া দেখান এবং পদত্যাগ শুরু করেন।
সংবাদ সম্মেলনে কমিটি বয়কটের বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন মো. মুজাহিদ শিহাব, সাকিব হোসেন ও সাগর হোসেন।
বক্তরা বলেন, জুলাই ও আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এ যারা ভূমিকা রেখেছে এদের মধ্যে চাঁদপুর সদর ও অন্যান্য উপজেলার শিক্ষার্থীদের সমন্বয়ে বেশ কয়েকজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিয় কমিটির কাছে ঢাকায় উপস্থিত হন। ওই সময়ে চাঁদপুরে কি ধরণের সমস্যা আছে, ওইসব বিষয়গুলো উপস্থাপন করা হয়। একই সাথে আমরা জেলার একটি খসড়া কমিটি সেখানে উপস্থাপন করি।
তারা আরো বলেন, ঘোষিত কমিটির মধ্যে অনেকেই জানেন না তারা কমিটিতে আছেন। হাজীগঞ্জ উপজেলায় ১৯ জনের নাম ছিল, সকলেই পদত্যাগ করেছেন। শেষ পর্যন্ত আরো অনেকেই পদত্যাগ করবেন। আমরা যারা পদত্যাগ করেছি এই বিষয়গুলো কেন্দ্রে পাঠানো হবে। কেন্দ্র কি সিদ্ধান্ত দেবে এরপর আমরা কি কর্মসূচি দেবো তা পর্যালোচনা করবো।
বক্তব্যে শিক্ষার্থী মুজাহিদ শিহাব বলেন, এখন থেকে আমরা কেন্দ্রের কোন নির্দেশনা মানব না। আমরা জুলাই-আগস্টের চেতনা ধারণ করে কাজ করবো। একই সাথে জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেবো।
তবে খোঁজ নিয়ে জানা গেছে, ঘোষিত কমিটির মধ্যে অনেকেরই পদবী তাদের মত হয়নি, কেউ কেউ অন্য রাজনৈতিক দলের কর্মী হিসেবে আছেন এবং তারা রাজনৈতিক দলের প্রভাবের কারণে এই কমিটি থেকে সরে আসার পথ খুঁজছেন।

২১ ফেব্রুয়ারি, ২০২৫।