বড়কুল পশ্চিমে ওয়ার্ড আ.লীগের সম্মেলন সম্পন্ন

মোহাম্মদ হাবীব উল্যাহ্
ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় (ভোট গ্রহণ) হাজীগঞ্জ উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের ৩ ও ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন হয়েছে। জেলা ও উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সমন্বয়ক সদস্যদের উপস্থিতিতে সোমবার দুপুরে স্থানীয় রামচন্দ্রপুুুুুুুুুুুুুুুুুুর ভুইয়া একাডেমি মাঠে ৩নং ওয়ার্ড ও বিকালে রামচন্দ্রপুর কাশেমিয়া ছিদ্দিকীয় ফাজিল ডিগ্রি মাদরাসা মাঠে ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের এ সম্মেলন সম্পন্ন হয়।
এদিন দুপুরে ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে মো. আবদুর রশিদ মেম্বার এবং সাধারণ সম্পাদক পদে মো. আমির ফরাজী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। একই দিন বিকালে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে মো. আবুল বাসার ওরপে বাদশা মাঝি এবং সাধারণ সম্পাদক পদে আনোয়ার হোসেন ড্রাইভার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সভায় জেলা প্রতিনিধি ও সম্মেলন প্রস্তুতি কমিটির সমন্বয়ক সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক হাজীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ মুন্সী, উপেেজলা প্রতিনিধি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বতু, উপজেলা আওয়ামী লীগ প্রচার সম্পাদক মো. শাহজামাল, সহ-দপ্তর সম্পাদক মো. জাকির হোসেন বাবুল পাটোয়ারী।
এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মনির হোসেন গাজী, ইউপি সদস্য আবুল বাসার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত, আসন্ন সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী মো. আবুল হাসেম ওরফে হাসু ভাই, ইউনিয়ন যুবলীগের সভাপতি লোটাস দেলোয়ার, সাধারণ সম্পাদক আবু নাছের সুমনসহ ইউনিয়ন এবং ৩ ও ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।