স্টাফ রিপোর্টার
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির বিশেষ সন্মাননা পেয়েছেন চলচ্চিত্র প্রযোজক, পরিবেশক, পরিচালক, চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান ও ভয়েস টিভির চেয়ারম্যান মো. সেলিম খান। গত মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে জহির রায়হান কালারল্যাব মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে মো. সেলিম খানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চলচ্চিত্র পরিচালকবৃন্দ। অভিনন্দনপত্র পাঠ করেন বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সদস্য জাকির হোসেন রাজু।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহানের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন চলচ্চিত্র পরিচালক সমিতি মহাসচিব শাহীন সুমন, প্রযোজক পরিচালক মোহাম্মদ হোসেন, পরিচালক ছটকু আহমেদ, সাবেক সভাপতি দেলোয়ার জাহান ঝন্টু, শাহ আলম কিরন, বাংলাদেশ শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান, চলচ্চিত্র পরিচালক মোহাম্মদ ইকবাল, এডিটর গিল্ডের সভাপতি আবু মুসা দেবু, চলচ্চিত্র পরিচালক দেওয়ান নজরুলসহ আরো অনেকে।
০২ ডিসেম্বর, ২০২১।