
মোজাম্মেল প্রধান হাসিব
মতলব দক্ষিণ উপজেলার গোবিন্দপুর মোজাদ্দেদীয়া দরবার শরীফের বার্ষিক উরস শরীফ সম্পন্ন হয়েছে। গত ২৯ জানুয়ারি উরস শরীফ শুরু হয়ে সারা রাত ব্যাপী কুরআন হাদিসের বয়ান শেষে ৩০ জানুয়ারি বাদ ফজর আখেরী মুনাজাতের মধ্য দিয়ে এ উরস শরীফ শেষ হয়। আখেরী মুনাজাত পরিচালনা করেন যুগশ্রেষ্ঠ অলিয়ে কামেল, কাতিবে কুরআন শাহ মিয়া ছাহেব (রহ.) এর বংশধর ও গোবিন্দপুর মোজাদ্দেদীয়া দরবার শরীফের পীরে কামেল শাহসূফী হাফেজ সৈয়দ নেছার আহমাদ।
উরস শরীফে প্রধান মেহমান হিসেবে কুরআন ও হাদিস থেকে আলোচনা করেন উপমহাদেশের ঐতিহ্যবাহী ফুরফুরা শরীফের পীর কেবলা আল্লামা আলহাজ মাওলানা আব্দুল্লাহিল মারুফ ছিদ্দিকী আল কোরাইশী। বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন সিঙ্গুলা দরবার শরীফের পীর আলহাজ মাও. নুরুল ইসলাম, ছোট জামাত ছারছিনা দরবার শরীফ ও মহাখালী হোছাইনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা ড. নজরুল ইসলাম, আল্লামা ড. সাইফুল ইসলাম আল-আজহারী, ফরাজিকান্দি কামিল মাদ্রাসার প্রধান মোহাদ্দীস আলহাজ¦ হযরত মাও. সিরাজউদ্দৌলা, ধামতী কামিল মাদ্রাসার মোহাদ্দীস আল্লামা রফিকুল ইসলাম হেলালী, ওয়ারুক ফাজিল মাদ্রাসার প্রভাষক মাও. আনিছুর রহমান মক্কী, মাও. মাসুম বিল্লাহ পেয়ার আহমেদ চিতোষীসহ আরও অন্যান্য ওলামায়ে কেরাম।
এদিকে উরস শরীফে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল নুরুল মোমিন চৌধুরী, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মবিন সুজন প্রধান, নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জমির হোসেন পাটোয়ারি, সমাজসেবক মিঞা মো. মামুন, মাসুদ হাজিসহ ধর্মপ্রাণ মুসল্লিরা।