মতলবে ইমামের কক্ষ থেকে ছেলেসহ ৩ শিশুর রহস্যজনক মৃত্যু


মাহফুজ মল্লিক
মতলব দক্ষিণ উপজেলা সদরের পূর্ব কলাদী জামে মসজিদ সংলগ্ন কক্ষ থেকে ইমামের ছেলেসহ ৩ শিশুর রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে জুমার নামাজ চলাকালে ইমামের কক্ষে কোনো এক সময় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিন শিশুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ, এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, মারা যাওয়া ওই তিন শিশু হলো- মসজিদের ইমাম মাও. জামাল উদ্দিনের ছেলে আবদুল্লাহ আল নোমান (৮), মো. ইব্রাহিম (১২) ও মো. রিফাত (১৫)। মো. ইব্রাহিম উপজেলার নাটশাল গ্রামের কামাল হোসেন পাটোয়ারীর ছেলে এবং রিফাত নলুয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে। তারা দু’জনই ভাঙ্গারপাড় জামিয়া ফোরকানিয়া ফজলুর রহমান এবতেদায়ী মাদ্রাসার তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। আবদুল্লাহ আল নোমান এবং ইব্রাহিম ও রিফাত একে অপরের পরিচিত ও ঘনিষ্ঠ।
মসজিদের ইমাম মো. জামালউদ্দিন জানান, ছেলে আবদুল্লাহ আল নোমানকে তার কক্ষে রেখে নামাজ পড়াতে মসজিদে যান। ওই সময় ছেলের সাথে মো. ইব্রাহিম ও মো. রিফাত আসে। নামাজ শেষে গিয়ে দেখেন তার কক্ষের দরজা বন্ধ। অনেক ডাকা-ডাকির পর দরজা না খুললে এলাকাবাসীর সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখতে পান কক্ষের খাটের ওপর ওই তিন শিশুর নিস্তেজ দেহ পড়ে আছে।
বিষয়টি মতলব দক্ষিণ থানায় জানানো হলে ওই থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার আইচ বলেন, ময়নাতদন্তের জন্য ওই তিন শিশুর লাশ চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনো মামলা হয়নি। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, কী কারণে এবং কেন ওই তিন শিশুর মৃত্যু হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। তিন শিশুর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে তাদের মুখ থেকে লালা বের হতে দেখা যায়। এটি কোন ধরনের মৃত্যু তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি স্পষ্ট হবে।

৩১ আগস্ট, ২০১৯।