মতলব দক্ষিণ ব্যুরো
বরণ্যে শিক্ষাবিদ, ঐতিহ্যবাহী মতলবগঞ্জ জেবি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম ওয়ালী উল্লাহ পাটওয়ারীর ২১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়ছে। মঙ্গলবার (২৫ আগস্ট) মরহুম ওয়ালী উল্লাহ পাটওয়ারীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মতলব জেবি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির উদ্যোগে মতলব হাই স্কুল জামে মসজিদে বাদ যোহর মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল শেষে মরহুমের কবর জিয়ারত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মতলব সরকার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম, মতলব জেবি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির সদস্য ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বোরহান উদ্দিন খান, দেওয়ান মো. রেজাউল করিম, এসএম সেলিম, প্রকৌশলী ফারুক বিন জামান, ফারুক আহমেদ বাদল, সোহাগ পাঠান, শিক্ষক আবু বকর ছিদ্দিক, আব্দুল আউয়াল, মোজাম্মেল হক, গোলাম মোস্তফা, জহিরুল ইসলাম, প্রাক্তন ছাত্র মেহেদী হাসান মহসীন, সোহেল সরকার, মতলব প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইকবাল হোসনে, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি ইয়ামিন, সাংগঠনিক সম্পাদক মাহফুজ মল্লিক, প্রাক্তন ছাত্র সাইফুল ইসলাম রনি প্রমুখ।
২৬ আগস্ট, ২০২০।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- মতলবে শিক্ষাগুরু ওয়ালী উল্লাহ পাটওয়ারীর ২১তম মৃত্যুবার্ষিকী পালিত