মনিরুল ইসলাম মনির
মতলবের সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের কৃতী সন্তান তমিজ উদ্দিন আহমেদের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
গত সোমবার (৪ জানুয়ারি) মাগরিব নামাজের পরে মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়েছে। জানাযায় শত-শত মানুষ অংশগ্রহণ করেন। মরহুমকে দেখতে অনেক মুক্তিযোদ্ধারা দূর-দূরান্ত থেকে আসেন। জানাযা শেষে সামাজিক কবরস্থানে লাশ দাফন সম্পন্ন হয়। এর আগে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। যার নেতৃত্ব দেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ ও মতলব উত্তর থানা পুলিশ। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস ও মুক্তিযোদ্ধারা কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
গত সোমবার সকাল ১১টায় মুক্তিযোদ্ধা তমিজ উদ্দিন আহমেদ ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানাযার আগে মরহুমের স্মৃতি নিয়ে কথা বলেন কেন্দ্রিয় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কবির আহমেদ খান, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মরহুমের পরিবার থেকে সবার কাছে দোয়া প্রার্থনা করেন তার ভাতিজা ‘ফ্রেন্ডস-৯৫’ এর প্রেসিডেন্ট, বাংলাদেশ কাস্টমস ভ্যাট ও এক্সাইজের উপ-কমিশনার সাইদুল আলম রুবেলসহ অনেকে। এসময় তারা তাঁর স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।
৬ জানুয়ারি, ২০২১।