মতলব দক্ষিণ ব্যুরো
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রিয় নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন মতলব দক্ষিণ উপজেলার নেতাকর্মীরা। একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহত হাইমচর উপজেলার শহীদ আব্দুল কুদ্দুসের পরিবারের খোঁজ-খবর ও সমবদেনা জানাতে ২১ আগস্ট দুপুরে যাওয়ার পথে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিরঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু এবং ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল হাসান রিপনের সাথে মতলব সেতুর টোল প্লাজায় সৌজন্য সাক্ষাৎ করেন মতলব দক্ষিণ উপজলার নেতাকর্মীবৃন্দ।
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট মো. নুরুল আমিন রুহুলের পক্ষ থেকে তাঁদের শুভেচ্ছা জানিয়ছেন মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী স্বেচ্ছোসেবক লীগ নেতা মো. ফেরদাউস আলম। এসময় তার সাথে ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা তোফায়েল, হৃদয়, নুর আলম, শাকিল, শাহেদ, শান্ত প্রমুখ।
২৪ আগস্ট, ২০২০।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- মতলবে স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রিয় সভাপতি-সম্পাদকের সাথে শুভেচ্ছা বিনিময়