মতলবে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

সফিকুল ইসলাম রিংকু
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদের নেতৃত্বে ১০ কেজি গাঁজাসহ এক নারী ও দুই পুরুষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মাদক বিরোধী সমাবেশের একদিন পর সোমবার (১১ নভেম্বর) বিকাল ৪টার সময় গোপন সংবাদের ভিক্তিতে অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদ ও এসআই কুদ্দুস উপজেলার কালীকাপুর বেপারী বাড়িতে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ ওই বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে ফারুক বেপারী (৩৫), একই গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে বোরহান সরকার (৩৫) ও ফারুকের স্ত্রী রিনা বেগমকে আটক করে।
এলাকার একাধিক ব্যাক্তি জানান, ফারুক দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা চালিয়ে আসছে। তার মাদক ব্যবসার কারণে এলাকার যুব সমাজ ধংস হতে চলছে। মাদকসহ তাদের আটক করায় এলাকাবাসীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
এ বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদ বলেন, ফারুক এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা চালিয়ে আসছে। গতকাল ওই গ্রামে মাদক বিরোধী সমাবেশ করেছি। একদিন পর ১০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটকদের আদালতে পাঠানো হবে।

১২ নভেম্বর, ২০২৪।