মতলব উত্তরে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ

মতলব উত্তর ব্যুরো
কিছুদিনের মধ্যেই বোরো ধান কাটা শুরু হবে মতলব উত্তরে। কিন্তু চলমান করোনা পরিস্থিতিতে দেখা দিতে পারে শ্রমিক সংকট। ফলে ক্ষেতের ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক।
এ অবস্থায় কৃষকরা ক্ষেতের ধান কেটে যেন ঘরে তুলতে পারেন, সে জন্য উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ভর্তুকি মূল্যে দুই জন কৃষকের মাঝে কম্বাইন্ড হারভেস্টার মেশিন (আধুনিক ধান কাটার যন্ত্র) বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলা কৃষি অফিসের সামনে স্থানীয় দুই কৃষকের হাতে জাপানের তৈরি দু’টি কম্বাইন্ড হারভেস্টার মেশিনের চাবি তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশিষ দাশ ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন।
ভর্তুকি মূল্যে মেশিন পাওয়া ওই দুই কৃষক হলেন উপজেলার পাহাড়ের চক গ্রামের মো. বাবুল মিয়া ও দক্ষিণ টরকি গ্রামের মো. আলাউদ্দিন সরকার।
উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশিষ দাশ বলেন, কম্বাইন্ড হারভেস্টার মেশিন দু’টির মূল্য ২৪ লাখ টাকা। সরকারের পরিচালন বাজেটে কৃষি যন্ত্রপাতি সহায়তা কর্মসূচির আওতায় মেশিন দু’টি ৫০ শতাংশ ভর্তুকিতে কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। এ মেশিন দিয়ে ধান কাটা, ঝাড়া, মাড়াই ও বস্তায় ভরা যাবে।
মেশিন বিতরণকালে উপস্থিত ছিলেন চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কৃষি প্রকৌশলী মো. ওসমান গণি, সহকারী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খোরশেদ আলম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মজিবুর রহমান।
০৭ এপ্রিল, ২০২১।