মতলব উত্তরে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীরা র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটাসহ বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গত সোমবার (৪ জানুয়ারি) উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে ছেংগারচর বাজারে র‌্যালি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়।
আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সদস্য আবু হানিফ অভির সভাপতিত্বে এবং চাঁদপুর কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি আবির হায়াত শিহাবের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাড. মহসিন মিয়া মানিক, উপজেলা আওয়ামী লীগের প্রস্তুত কমিটির সদস্য অ্যাড. সেলিম মিয়া, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রতন ফরাজী, উপজেলা সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অ্যাড. আক্তারুজ্জামান, মতলব ডিগ্রি কলেজ ছাত্রলীগের জিএস রহমত উল্ল্যা চৌধুরী, উপজেলা যুবলীগের সদস্য আশরাফুল আলম মিলন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাজারুল ইসলাম মিজান, চিকিৎসা বিষয়ক সম্পাদক প্রভাষক মেহেদী মাসুদ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাড. জসিম উদ্দীন, পৌর ছাত্রলীগ নেতা আবু হানিফ অপু প্রমুখ।
পরে কেক কেটে ঐতিহ্যবাহী এ ছাত্র সংগঠনটির ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
৬ জানুয়ারি, ২০২১।