মতলব উত্তরে জাতীয় ভোটার দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও সভা


মনিরুল ইসলাম মনির
‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’ এই স্লোগানে মতলব উত্তরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকালে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রিপন হোসেনের সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এএম জহিরুল হায়াত। আরো বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন, সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন, মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার আশরাফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লা প্রধান।
এ সময় ইউএনও এএম জহিরুল হায়াত বলেন, বাংলাদেশের সব সেবা এখন ডিজিটালাইজড হয়ে গেছে। এসব সেবা পেতে হলে ভোটার হতে হবে। এছাড়া উন্নত দেশ গড়ার লক্ষ্যে ভোটার হওয়ার বিকল্প নেই।
তিনি আরো বলেছেন, আমাদের দেশে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হলেও অনেকে বাদ পড়েন। ফলে বছরব্যাপী এ কার্যক্রম চলতেই থাকে। এছাড়া জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত ঝামেলা তো রয়েছেই। কেবল একটু সচেতন হলেই এ সমস্যাটি থাকে না। তাই ভোটার দিবস এদেশেও তরুণদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করবে।