স্টাফ রিপোর্টার
পূর্ব শত্রুতার জের ধরে রাতের আঁধারে শাহেস্তা খান (৩০) নামে যুবককে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে ব্যাপক মারধর করে বলে অভিযোগ পাওয়া গেছে। শাহেস্তা খানকে গুরুতর আহত অবস্থায় পথচারীরা উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৯টা ৪৫ মিনিটে ঠাকুরচর তিন রাস্তার মোড়ের আনোয়ার হোসেনের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর।
এ ব্যাপারে ঠাকুরচর গ্রামের শহীদ উল্লাহ খানের মেয়ে মিনারা খান বাদী হয়ে মতলব উত্তর থানায় মৃত আমির খানের ছেলে মো. নাজমুল খানকে প্রধান আসামি করে একটি অভিযোগ দায়ের করে।
অভিযোগ সূত্রে জানা যায়, শাহেস্তা খান ও নাজমুল খান ঠাকুরচর খান বাড়ির লোক। একই বাড়ির আলাদা হিস্যার বাসিন্দা। দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে শাহেস্তা খান ঠাকুরচর মোড়ে আসলে পূর্ব পরিকল্পিতভাবে নামজুল খান, সোহরাব খান, আশরাফুল খান, অনয় খান ও আছমা বেগম তার উপর লাঠি-সোটা নিয়ে অতর্কিত হামলা করে। হামলায় শাহেস্তা খানের বাম হাতের কনুর উপর মারলে গুরুতর হাড়ভাঙ্গা জখম করে। শরীরের বিভিন্ন স্থানে মারধর করে থেতলিয়ে ফেলে। পকেটে থাকা ১৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। পথচারীদের ডাকচিৎকারে লোকজন এগিয়ে এসে শাহেস্তা খানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান।
২৯ অক্টোবর, ২০২০।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- মতলব উত্তরে পূর্ব শত্রুতায় রাতের আঁধারে যুবককে মারধর