মতলব উত্তরে ফিশারীকে কেন্দ্র করে ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক জাকিরের মৃত্যু

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার ষাটনল রঙ্গুখার কান্দি এলাকায় মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বরোপীট (ফিশারী) তে মাছ চাষ নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়, ওই সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় ষাটনল ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গুরুতর আহত হয়। দীর্ঘ ২৫ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন থাকাবস্থায় সোমবার রাত সাড়ে ৮টায় কর্তব্যরত চিকিৎসক আহত জাকির হোসেন (৪২) কে মৃত ঘোষণা করেন। গতকাল মঙ্গলবার ময়নাতদন্ত শেষে বাদ মাগরিব ষাটনল আবু মার্কেট বেড়ি বাঁধের উপর ২য় দফা জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত জাকির হোসেন আসন আলী প্রধানের কান্দির মৃত জৈন উদ্দিনের ছেলে। মৃতকালে জাকির হোসেন স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।
জানাযার আগে ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, ষাটনল ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একেএম শরীফ উল্লাহ সরকার, উপজেলা কৃষক লীগের সভাপতি আবু সালেহ মো. খোরশেদ আলম, সাধারণ সম্পাদক জিএম ফারুক, আওয়ামী লীগ নেতা ভুলন চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাজহারুল ইসলাম মিজানসহ নিহ জাকির হোসেনের আত্মীয়-স্বজন।
জানাযায় অন্যান্যের মধ্যে অ্যাড. জসিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য বোরহান উদ্দিন ডালিম, মতলব ডিগ্রি কলেজ ছাত্র-ছাত্রী সংসদের জিএস রহমত উল্লাহ চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, অ্যাড. সেলিম মিয়া, সমাজসেবক ভুলু খান, জাকির হোসেন মেম্বারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার মুসল্লিরা অংশ নেন।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর বিকেলে ষাটনল আসন আলী প্রধানের কান্দির জাকির হোসেন, মো. খোকন, মো. বাবু ও রঙ্গুখারকান্দির সিরাজ সরকার ষাটনল বাবু বাজার থেকে আবু বাজার যাওয়ার পথে পূর্ব পরিকল্পিতভাবে মাহবুব মোল্লার নেতৃত্বে লাঠি, সোটা, রড, দা, ছেনা ইত্যাদি দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আক্রমন করে। এ হামলায় ষাটনল আসন আলী প্রধানের কান্দির জাকির হোসেন, মো. খোকন, মো. বাবু ও রঙ্গুখারকান্দির সিরাজ সরকার গুরুতর আহত হয়।
আহত জাকির হোসেনের ভাগনি রঙ্গুখারকান্দি গ্রামের মুন্নি আক্তার বাদী হয়ে মতলব উত্তর থানায় মাহবুব মোল্লাকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন।