মতলব উত্তরে বসতঘর আগুনে পুড়ে ভষ্মীভূত

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের ৫নং ওয়ার্ড সানাতেরকান্দি গ্রামের মরহুম খলিল কাজীর ছেলে প্রবাসী হাসান কাজীর দোচালা টিনের ঘরসহ ঘরের আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে ভষ্মীভূত হয়।
রোববার (২২ মে) সকাল আনুমানিক ১১টায় বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। প্রবাসীর স্ত্রী ফারজানা বেগম ও তার মা আকলিমা বেগমের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপরও ঘরসহ আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের সমন্বয়ক আসাদুজ্জামান বলেন, মতলব ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আসলেও বাড়ির ভিতর আসা-যাওয়ার রাস্তা না থাকার কারণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার সুযোগ হয়নি।
ক্ষতিগ্রস্ত ঘরের মালিক মো. হাসানের মা বলেন, আমরা সদস্য সংখ্যা ৫ জন। আমার ছেলে দুই মাস আগে অনেক দায়-দেনা করে বিদেশে গেছে। আমার ১টা নাতি আর ১টা নাতনি ছোট ছোট। সংসারে আয় করার আর কোন লোক নাই, আমার ছেলের দায়-দেনা শেষ করব, না ঘর তৈরী করব- এখন আর কোন পথ খুঁজে পাই না। আপনারা দশ বাপ- ভাইয়েরা যদি আমাগো দিকে না তাকান আমারা কোথায় যাব। সরকারের কাছে আমাগো দাবি, দয়া করে আমাগো ঘরটি কইরা দেন, আর আমাগো কিছু সাহায্য-সহযোগিতা কইরেন।
এ ঘটনা শুনে ঘটনাস্থলে আসেন স্থানীয় চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন চৌধুরী, ইউপি সচিব দেওয়ান আব্দুল ওহাব, ইউপি সদস্য কাজী মোস্তাক, দুলাল মুন্সি ও মহর আলী। পরে পল্লী বিদ্যুতের লোকজনও ঘটনাস্থলে আসেন।
তবে আগুন নিভাতে এসে স্থানীয় ৪ জন আহত হয়। আহতরা হলেন- মো. রাকিবুল হাসান, শাহজাহান, আশ্রাফুল ও সিফাত মোল্লা। আহত রাকিবুল হাসানকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

২৩ মে, ২০২২।