প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মমাস উপলক্ষে
মতলব উত্তর ব্যুরো
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম মাস উপলক্ষে মতলব উত্তরে শরীফ উল্লাহ উচ্চ বিদ্যালয় ও কলেজে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
গত শুক্রবার দিনব্যাপী ফ্রি চিকিৎসা কার্যক্রমে সেবা প্রদান করেন, খ্যাতনামা ৬ জন চিকিৎসক। তারা হলেন- জেনারেল ও ল্যাপারোস্কপিক সার্জন সহকারী অধ্যাপক ডা. মাহমুদুল হাসান কাফি, নিউরো সার্জন ডা. বশির আহম্মেদ খান, মেডিসিন বিশেষজ্ঞ ডা. সামছুদ্দোহা সরকার সঞ্চয়, প্রসূতি ও স্ত্রীরোগ বিদ্যা বিশেষজ্ঞ ও সার্জন ডা. রুবিনা বারী, শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আহসান উল্লাহ আল বাকী, ডায়াবেটিস ও হরমোন রোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ নূরুল আমিন দিপু।
বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, জেনারেল ও ল্যাপারোস্কপিক সার্জন সহকারী অধ্যাপক ডা. মাহমুদুল হাসান কাফি জানান, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সারা দিন ৬ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা দেয়া হয়েছে।
ক্যাম্প পরিদর্শন করেন শরীফ উল্লাহ উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্ণিংবডির সভাপতি মো. হারুন সরকার, অধ্যক্ষ শরীফ উল্লাহ, সমাজসেবক দাদন সরকার, শরীফ ওবায়েদ উল্লাহ বাদল, অ্যাডভোকেট শামীম আহমেদ, অ্যাড. আব্বাস। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন- জিয়া উদ্দিন রাসেল সরকার, আবদুল গাফ্ফার নাঈম, সৈয়দ আহমেদ ও রিপন সরকার।
২৬ সেপ্টেম্বর, ২০২১।