মতলব উত্তর ব্যুরো
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ মিছিল বের করে। শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে থানা রোড, কলেজ রোডসহ বিভিন্ন গুরুত্বপূন্ন সড়ক প্রদক্ষিণ করে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেসা মুজিবের প্রথম সন্তান শেখ হাসিনা ১৯৪৭ সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।
আনন্দ মিছিল শেষে ছেঙ্গারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. রতন ফরাজীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য আতিকুল ইসলাম শিমুল, উপজেলা যুবলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক অ্যাড. মহসিন মিয়া মানিক, মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আজাদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শরীফ উল্লাহ সরকার. পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন ফরাজী, সাংগঠনিক সম্পাদক জামান সরকার, নারায়ণগঞ্জ যুবলীগের নেতা রমিজ উদ্দিন, আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম, শ্রমিক লীগের সভাপতি সিরাজুল ইসলাম সরকার, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল ইসলাম, আরিফ সিকদার, ঢাকা মহানগর সাবেক ছাত্রলীগ নেতা হারিছ আহমেদ দ্বীপন, পৌর ছাত্রর্লীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু, যুবলীগ নেতা রাসেল দর্জি, নাজমুল খান, ওমন খান, শাহীন আলম, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইউসুফ লস্কর, ছাত্রলীগ নেতা নুরনবী খান, হারুন প্রমুখ।
২৬ সেপ্টেম্বর, ২০২১।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- মতলব উত্তরে শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আনন্দ মিছিল