মনিরুল ইসলাম মনির
মতলব উত্তরে ২ দিনব্যাপী উন্নয়ন মেলা শেষ হয়েছে। সরকারের বহুমুখী উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরতে দুই দিনব্যাপী এ মেলার আয়োজন করে মতলব উত্তর উপজেলা প্রশাসন। রোববার (২৮ মার্চ) বিকেলে উপজেলা চত্বরে বটছায়ায় সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে ক্রেস্ট তুলে দেন ইউএনও স্নেহাশীষ দাশ।
সমাপনী বক্তব্যে ইউএনও স্নেহাশীষ দাশ বলেন, ২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্রমুক্ত মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী সাফল্য ও বিশেষ উদ্যোগগুলো জনগণের মাঝে ব্যাপক প্রচারের লক্ষে এ মেলার আয়োজন করা হয়।
সহকারী শিক্ষা কমকর্তা মাহফুজুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হাবিব শাপলা, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ফারুক হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ উল্ল্যাহ প্রধান প্রমুখ।
মেলায় ২৬টি স্টল অংশগ্রহণ করে। মেলায় অংশগ্রহণকারী ২৭টি স্টলকে স্মারক উপহার প্রদান করা হয়। মেলায় সেরা স্টল হিসেবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় (প্রথম স্থান), উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয় (দ্বিতীয় স্থান) ও চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি মতলব উত্তর জোনাল অফিস (তৃতীয় স্থান) অধিকার করায় সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ইউএনও স্নেহাশীষ দাশ।
এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা ইকবাল হোসেন ভূঁইয়া, নির্বাচন কর্মকর্তা মো. রিপন হোসেন, প্রকৌশলী মো. সাইফুল ইসলামসহ উপজেলায় কর্মকর্তা বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২৯ মার্চ, ২০২১।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- মতলব উত্তরে শেষ হলো দুই দিনব্যাপী উন্নয়ন মেলা