মতলব উত্তরে স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা

জেল হত্যা দিবস পালন উপলক্ষে

মতলব উত্তর ব্যুরো
জেল হত্যা দিবস পালন উপলক্ষে মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজের সামনের মাঠে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বিশাল জনসভাবেশ সফল ও সার্থক করার লক্ষ্যে মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ বর্ধিত সভা করে। ছেংগারচর পৌর আ.লীগের কার্যালয়ে বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সিরাজুল ইসলাম ডাবলু।
সদস্য সচিব অ্যাড. আক্তারুজ্জামানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদ সরকার, খসরু ঢালী, কামাল হোসেন, ওসমান সিকদার, তাজুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিকুল ইসলাম রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মাহফুজ সরকারসহ বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।