মতলব উত্তরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মতলব উত্তর ব্যুরো
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে মতলব উত্তর উপজেলা পরিষদ কমপ্লক্স মাঠে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক খসরু ঢালীর সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাড. আক্তারুজ্জামানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নুরুল আমিন রুহুল।
তিনি বলেন, করোনা মোকাবেলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা-কর্মীরা নিরলসভাবে কাজ করছে। ঈদে নেতাকর্মীদের জন্য আমার সামান্য উপহার। তৃণমূলের নেতাকর্মীরাই হচ্ছে স্বেচ্ছাসেবক লীগের প্রাণ। তৃণমূল নেতাদের ত্যাগের কারণেই আওয়ামী লীগ পর-পর তিনবার রাষ্ট্র ক্ষমতায় এসেছে। কারো আচরণ কিংবা অন্য যে কোনভাবে মানুষ কষ্ট পায় এমন কাজ থেকে দলীয় নেতাকর্মীদের বিরত থাকতে হবে। দলীয় নেতাকর্মীদের সাধারণ মানুষের প্রতি বিনয়ী হতে হবে।
এ সময় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক এমএ হাসান লিটন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সিরাজুল ইসলাম লস্কর, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য বোরহান উদ্দিন ডালিম, মতলব উত্তর উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইউম চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন রতন ফরাজী, পৌর যুবলীগের সভাপতি আবুল হোসেন ফরাজী, সাধারণ সম্পাদক জামান সরকার, স্বেচ্ছাসেবক লীগ নেতা জালাল উদ্দীন ভূঁইয়া, মো. মানিক মাস্টার।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

১৯ মে, ২০২০।