মতলব উত্তর উপজেলা আ.লীগের কার্যনির্বাহী কমিটির সভা


মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার সুজাতপুরস্থ আওয়ামী লীগ ও ভ্রাতৃপ্রতিম সংগঠন কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুসের পরিচালনায় সভায় উন্মুক্ত আলোচনা করেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মানিক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান, সিরাজুল ইসলাম লস্কর, যুগ্ম-সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম জমাদার, ক্রীড়া বিষয়ক সম্পাদক নূরুল আমিন বোরহান, আওয়ামী লীগ নেতা ও গজরা ইউপি চেয়ারম্যান হানিফ দর্জি, সদস্য ও সুলতানাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী, সদস্য ও সাদুল্লাপুর ইউপির সাবেক চেয়ারম্যান জোবায়ের আজিম স্বপন প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান। গীতা থেকে পাঠ করেন সদস্য রাধ্যেশ্যাম সাহা।
সভায় আগামি ১৩ জুন উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার বিষয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়। এছাড়া সংগঠন শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে উন্মুক্ত আলোচনা করেন উপস্থিত নেতৃবৃন্দ।

 

৩০ জুন, ২০১৯।