মতলব উত্তর সিপাইকান্দিতে হঠাৎ তীব্র নদী ভাঙন

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাইকান্দি ও ঠেটালীয়া গ্রামে হঠাৎ তীব্র্র নদী ভাঙন দেখা দেওয়ায় আতংকিত হয়ে পড়েছেন নদী পাড়ের হাজারো মানুষ। হঠাৎ ৬০ থেকে ৭০ ফুট জায়গা নদীতে গর্ভে বিলীন হয়ে যায়। মাসখানেক আগেও ৩/৪টি স্থানে ভাঙনের ফলে প্রায় ২শ’ ফুট জায়গা নদীগর্ভে বিলিন হয়ে গেছে। মেঘনা নদীতে পানি বৃদ্ধি ও প্রবল স্র্র্রোতের কারণে এমনটি হয়েছে বলে ধারণা স্থানীয়দের।
২০১৯ ও ২০২০ সালে চাঁদপুর-২ আসনের সংসদ আলহাজ অ্যাড. মো. নুরুল আমিন রুহুল এমপির নির্দেশক্রমে পানি উন্নয়ন বোর্ড চাঁদপুর মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী নদী ভাঙন রোধে বালির বস্তা ফেলে নদীর তীরে ডাম্পিংয়ের জরুরি ব্যবস্থা গ্রহণ করেন। তবে এখন এলাকাবাসীর দাবি বড় আকারের ব্লক ডাম্পিং করে যেন ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হয়।
এ বিষয়ে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, সরেজমিন তদন্তপূর্বক জরুরি ব্যবস্থা নেওয়া হবে।

৪ মে, ২০২১।