মাহফুজ মল্লিক
মতলব দক্ষিণে জগন্নাথ দেব মন্দিরে পূজামন্ডপ পরিদর্শন করেন চাঁদপুর-২ আসনের সাংসদ সদস্য আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুল। পরিদর্শনকালে তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। আসুন আমার সবাই মিলে মিশে যে যার ধর্মের উৎসব পালন করতে সহায়তা করি।
তিনি আরো বলেন, কেউ গুজবে কান দেবেন না। একটি কুচক্রী মহল দেশের শান্তিপূর্ণ পরিবেশকে বিনষ্ট করতে উঠে পরে লেগেছে। দলীয় নেতা কর্মীসহ সকলকে সজাগ থাকার আহ্বান জানান এমপি। শুরুতেই তিনি মতলব বাসীসহ সবাইকে শারদীয় শুভেচ্ছা জানান।
গত ১৩ অক্টোবর রাত ৯টার সময় মতলব জগন্নাথ দেব মন্দিরে জগন্নাথ দেব মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি পিতোষ সাহার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অজয় সাহা ও গনেশ ভৌমিকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি লেয়াকত হোসেন প্রধান, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, মন্দির কমিটির সভাপতি শংকর রাও নাগ, সাধারণ সম্পাদক রাধা কৃষ্ণ সাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দন সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক পরিষদের সাধারণ সম্পাদক বাদল নন্দী, যুবলীগ নেতা উত্তম কুমার ঘোষ, ৩নং কাউন্সিলর সারোয়ার সরকার লিখন, ১নং ওয়ার্ড কাউন্সিলর পারভেজ মিয়াজী, পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, আওয়ামী লীগ হানিফ চৌধুরী কালাম মিয়াজীসহ আরো অনেকে।
এসময় উপস্থিত ছিলেন থানার ওসি মহিউদ্দিন মিয়াসহ মন্দির কমিটিসহ ভক্তবৃন্দ ও দর্শনার্থীরা। অনুষ্ঠানে অসহায় হিন্দু নারীদের মাঝে শাড়ি বিতরণ করা হয়।
১৭ অক্টোবর, ২০২১।