মতলব ঢাকিরগাঁঁওয়ে ব্রয়লার মুরগির দুর্গন্ধে এলাকাবাসী অতিষ্ট

ইউএনও বরাবর অভিযোগ


স্টাফ রির্পোটার
মতলব দক্ষিণ উপজেলার ঢাকিরগাঁও গ্রামের রাজমহল সিনেমা হল সংলগ্ন একটি বাড়িতে ব্রয়লার (পোল্ট্রি) মুরগির ব্যবসা করছে আব্দুল হক ঢালী নামে এক ব্যক্তি। তিনি ওই বাসার কয়েকটি ফ্লোরে প্রায় ৫ থেকে ১০ হাজার মুরগি নিয়ে খামারটি তৈরী করেন। খামারে থাকা মুরগির মলমূত্র ও নানা ধরণের ব্যবহৃত ঔষধের দুর্গন্ধে গোটা এলাকার পরিবেশ দূষিত হয়ে পড়েছে। এতে আশে-পাশে বসবাসকারী মানুষদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ দুর্ভোগ থেকে রক্ষা পাওয়ার জন্য ভূক্তভোগী জনগণের পক্ষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন মো. খোরশেদ আলম বকাউল।
এলাকার ৮ থেকে ১০জন ব্যক্তি জানান, ব্রয়লার মুরগির দুগর্ন্ধে বসবাস করতে খুবই কষ্ট হচ্ছে। অভিযোগকারী খোরশেদ বকাউল বলেন, তাদের একাধিকবার মৌখিকভাবে বলা হয়। কিন্তু তারা জনগণের বৃহৎ স্বার্থের কথা না ভেবে তাদের ব্যবসার চিন্তাই বেশি করছে। তাই উপায়ন্ত না পেয়ে এলাকাবাসীর পক্ষে খোরশেদ বকাউল বাদী হয়ে অভিযোগ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম বলেন, অভিযোগের সত্যতা আছে কি-না তা সরজমিনে দেখা হবে। অভিযোগ সঠিক হলে ব্যবস্থা নেয়া হবে।