মাহফুজ মল্লিক
এক রাতের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে যুবকের বেঁচে থাকার স্বপ্ন। বেকার জীবন থেকে যে স্বপ্ন নিয়ে শুরু করেছিলেন ব্যবসা তা নিষ্ঠুর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। গত রোববার (১ নভেম্বর) দিবাগত মধ্যরাতে মতলব দক্ষিণ উপজলোর নারায়ণপুর ইউনিয়নের পয়ালি বাজারে সজীব প্রধানীয়ার দোকানে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের এ ঘটনাটি ঘটেছে।
এতে সজীবের একটি সেমি পাকা বিল্ডিয়ের ফার্মেসীতে থাকা ঔষধ, কম্পিউটার, ডাচ্-বাংলা ব্যাংকের বুথ, নগদ টাকা মুহূর্তের মধ্যে পুড়ে সব ছাই হয়ে যায়। আগুনে তার প্রায় ২২ লাখ ৫৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। এর মধ্যে নগদ ৩ লাখ ৮০ হাজার টাকাও ছিল বলে জানান ক্ষতিগ্রস্ত সজীব।
দোকান মালিক সজীব বলেন, প্রতিদিনের মতো ওইদিন রাত ১২টায় দোকান বন্ধ করে বাড়ি চপে যাই। এক পথচারী রাত পৌন দুইটার দিকে পয়ালী বাজারের উপর দিয়ে যাওয়ার পথে দেখতে পায় দোকানটির ভিতর থেকে ধোঁয়া বের হচ্ছে। কাছে গিয়ে দেখে আগুন জ্বলছে। সাথে সাথে তিনি ডাক চিৎকার দিলে বাজারের ও আশপাশের লােকজন ছুটে আসে। মোবাইল ফোনের মাধ্যমে জানতে পেরে দ্রুত চলে আসে। মতলব ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও থানা পুলিশ এবং এলাকাবাসী এগিয়ে এসে আগুন নিভানোর চেষ্টা করে। প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসেন। কিন্তু দোকান ও দোকানে থাকা কিছুই আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা করা যায়নি।
ব্যবসায়ী সজীব আরো বলেন, তিনি বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে সিসি লোন নিয়ে লোন নিয়ে ঔষধ ফার্মেসী ও ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিং ব্যবসা চালু করি। চাকরি না পেয়ে দীর্ঘ কয়েক বছর বেকার জীবন কাটিয়ে ব্যবসাটি শুরু করেছিলাম। ব্যাংক লোনের টাকা এখনো পরিশোধ করতে পারিনি। আগুনে তার বেঁচে থাকার স্বপ্ন আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এখন সে সর্বস্বান্ত। তিনি প্রশাসন ও জনপ্রতিনিধির সহায়তা কামনা করেছেন। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হয়।
গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত দোকান মালিককে সরকারি বরাদ্দের আশ্বাস দেন।
০৩ নভেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- মতলব দক্ষিণে আগুনে পুড়ে গেছে যুবকের বেঁচে থাকার স্বপ্ন
Post navigation
