মতলব দক্ষিণে আ.লীগ প্রার্থী কবির আহমেদের নির্বাচনী পথসভা

মাহফুজ মল্লিক
আসন্ন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী বিএইচএম কবির আহমেদের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটায় নায়েরগাঁও উত্তর ইউনিয়নের তুষপুর গ্রামে অনুষ্ঠিত পথসভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তসলিম আহমেদ মিয়াজী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান মোল্লার পরিচালনায় বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী বিএইচএম কবির আহমেদ।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা সারাদেশে যেভাবে উন্নয়নমূলক কাজ করে আসছেন তার ধারাবাহিকতায় রক্ষার্থে সবাই নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন। দলের নেতাকর্মী ও সমর্থকরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে আগামি ২০ অক্টোবরে নির্বাচনে আমার বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ। তাই প্রত্যেক ইউনিয়ন ও ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের কাজ করতে হবে।
পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের আহবায়ক জয়নাল আবেদীন প্রধান, মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি লিয়াকত আলী প্রধান, মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, এমএ আজিজ বাবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জ্বল হোসেন, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান সেলিম, আওয়ামী লীগ নেতা তৌফিকুল ইসলাম দেওয়ান, উপজেলা যুবলীগের আহবায়ক জহির সরকার, মতলব পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি চাঁন মিয়া তালুকদার, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ পাটোয়ারী, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন যুবলীগের নব গঠিত কমিটির সভাপতি সাইদুল হক শ্যামল, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন যুবলীগের নব গঠিত কমিটির সভাপতি রাসেল পাটোয়ারী নিলয়, উপজেলা ছাত্রলীগ নেতা সারোয়ার সরকার লিখন, ইউনিয়ন ছাত্রলীগ নেতা জুয়েল মৃধা প্রমুখ।
২৮ সেপ্টেম্বর, ২০২০।