মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণের উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বিএইচএম কবির আহমেদকে সমর্থন দিয়েছে জাতীয় পার্টি। শনিবার (৩ অক্টোবর) মতলব সূর্যমুখী কচি-কাঁচা বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় পার্টির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। নির্বাচনে নৌকা মার্কাকে জয়ী করতে ও সাংগঠনিক সহযোগিতার জন্য জাতীয় পার্টির পূর্ণ সমর্থন দেয়া হয়।
উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী বিএইচএম কবির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আব্দুল কাইউম খান, যুগ্ম আহ্বায়ক শঙ্কর রাও নাগ, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ফারুক বিন জামান, সাংগঠনিক সম্পাদক মো. মোফাজ্জল হোসেন, মো. বিল্লাল হোসেন, রহমান মিজি, আ. খালেক মাস্টার, মাহাবুব আলম লিটন, মো. সালাউদ্দীন, মো. ইকবাল সরকার, গোলাম কাদের মুকুল, মিজানুর রহমান, জানিবুল হক পলাশ প্রমুখ।
এ সময় মো. রফিক সরকার লোকমান, হোসেন বাবুল, রুহুল আমিন সরকার, আঃ মান্নান, আসলাম প্রধানীয়া, মো. কুদ্দুস সরকারসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান প্রার্থী কবির আহমেদ বলেন, আমি জাতীয় পার্টিকে সাথে নিয়ে কাজ করতে চাই। আপনারা দোয়া করবেন আমি নির্বাচিত হয়ে সততার সাথে দায়িত্ব পালন করতে পারি। এছাড়া ইয়াবা নির্মূলে আমি সবার সহযোগিতা চাই।
জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম সেলিম বলেন, জাতীয় পার্টি উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে জয়ী করতে একযোগে কাজ করবে।
৪ অক্টোবর, ২০২০।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- মতলব দক্ষিণে উপজেলা নির্বাচনে নৌকা মার্কাকে জাতীয় পার্টির সমর্থন