মতলব দক্ষিণ ব্যুরো
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নূরুল আমিন রুহুলের ব্যক্তিগত তহবিল হতে মতলব দক্ষিণ উপজেলার ৬ ইউনিয়ন ও পৌরসভার ৯ ওয়ার্ডের দলীয় নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়। গত শুক্রবার পৃথক-পৃথক আয়োজনের মাধ্যমে এ ঈদ উপহার বিতরণ করেন আলহাজ অ্যাড. মো. নূরুল আমিন রুহুল এমপি।
দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. লিয়াকত হোসেন প্রধানের সভাপতিত্বে এবং জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদুল আলম রিয়াদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নূরুল আমিন রুহুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, উপাদী উত্তর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান সৈয়দ মনজুর হোসেন রিপন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মতলব পৌর যুবলীগের সভাপতি মো. সোহাগ সরকার, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক যুথিস্টির চন্দ্র শীল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউসার আলম পান্না, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ তামিম প্রমুখ।
পরে নায়েবগাঁও উত্তর, নায়েরগাঁও দক্ষিণ, খাদেরগাঁও ইউনিয়ন, নারায়নপুর ইউনিয়ন, উপাদী উত্তর, উপাদী দক্ষিণ ইউনিয়ন এবং মতলব পৌরসভা কার্যালয়ে ৯ ওয়ার্ডেসহ সহ¯্রাধিক দলীয় নেতাকর্মীদের মাঝে শাড়ি, লুঙ্গি ও নগদ টাকা প্রদান করা হয়।
এসময় বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ে এমপির উদ্যোগে বিদ্যালয়ের সভাপতি মো. আল মাহমুদের নিজস্ব অর্থায়নে ৩ শতাধিক গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। বিতরণকালে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিল।
১৬ এপ্রিল, ২০২৩।