মতলব দক্ষিণে কমিউনিটি পুলিশিং ডে

কমিউনিটি পুলিশিং ও পুলিশ সমন্বয়ে কাজ করলে সমাজে অপরাধ কমে যাবে
……….অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি
মাহ্ফুজ মল্লিক
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নুরুল আমিন রুহুল বলেছেন, কমিউনিটি পুলিশিং থানা পুলিশকে সহায়তা করলে সমাজে কোনো অপরাধ থাকবে না। মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডসহ অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল করতে হলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এক্ষেত্রে প্রত্যেক ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিউনিটি পুলিশিং কমিটির কার্যক্রম গতিশীল করতে হবে।
‘জনতাই পুলিশ-পুলিশই জনতা, পুুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ এ প্রতিপাদ্য বিষয়টির প্রতি গুরুত্ব দিয়ে এবং মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত মতলব গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মতলব দক্ষিণ উপজেলা ও পৌর কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে এবং মতলব দক্ষিণ থানা পুলিশের ব্যবস্থাপনায় গতকাল শনিবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কমিউনিটি পুলিশিং ডে এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিন খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন ও পৌর কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক গনেশ ভৌমিকের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মো. আহ্সান হাবিব, শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপার মো. মাসুদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ।
অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের আহ্বায়ক জয়নাল আবদীন প্রধান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মুবিন সুজন, পৌর কমিউনিটি পুলিশিংয়ের সহ-সভাপতি আবুল কালাম মিয়াজী, ১নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আব্দুল লতিফ, উপাদী দক্ষিণ ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি বাদল মাস্টার, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস। আলোচনা সভার আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।
র‌্যালির নেতৃত্ব দেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নুরুল আমিন রুহুল। এসময় কমিউনিটি পুলিশিংয়ের কর্মকর্তাবৃন্দ, সামাজিক, রাজনৈতিক, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী ও সুধীজন উপস্থিত ছিলেন।