
মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় এসে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি এএইচএম গিয়াস উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আক্তার রুনু, উপজেলা নির্বান অফিসার আবু জাহের ভূঁঞা, মতলব সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আতম বোরহান উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফারুক হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আ. রশিদ, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজ মল্লিক, ছাত্রলীগ নেতা রিয়াদুল আলম রিয়াদ প্রমুখ।