
মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলা সদরের এনএএম টাওয়ারে অবস্থিত মাহ্ফুজ ডিজিটাল প্রিন্ট সেন্টারের আরেকটি প্রতিষ্ঠান ‘জাহানারা অফসেট প্রেস’ এর উদ্বোধনী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার বাদ আছর এনএএম টাওয়ারের নিচতলায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদীন প্রধান, মতলব ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের অধ্যপক ও প্রথম আলোর মতলব প্রতিনিধি মুহাম্মদ জাকির হোসেন, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলাম সাগর, মতলব দক্ষিণ উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, মতলব কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল, মতলব প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার সেলিম, সহ-সভাপতি আক্তার হোসেন, মাহ্ফুজ ডিজিটাল প্রিন্ট সেন্টারের চেয়ারম্যান সফিক মল্লিক, জাহানারা অফসেট প্রেসের স্বত্বাধিকারী মাকসুদ মল্লিকসহ সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক, ব্যবসায়ী ও সুধীজন।