
মাহফুজ মল্লিক
মতলব দক্ষিণে লক্ষীপূজা উপলক্ষে মেহেরণসহ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নুরুল আমিন রুহুল। গত সোমবার বিকাল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের মেহরন গ্রামের দাসবাড়ি পূজামন্ডপ, নারায়নপুর ইউনিয়নের ডাটিকারা ও চাটরভাঙ্গাসহ ৩৩টি পূজা মন্ডপ পরিদর্শন করেন অ্যাড. মো. নুরুল আমিন রুহুল এমপি।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক কেন্দ্রিয় উপ-কমিটির সহ-সম্পাদক নির্মল গোস্বামী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মুবিন সুজন, নায়েরগাঁও দক্ষিণ ইউপির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ঐক্য পরিষদের সভাপতি ও কাউন্সিলর কিশোর কুমার ঘোষ প্রমুখ।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- মতলব দক্ষিণে নুরুল আমিন রুহুল এমপির পূজামন্ডপ পরিদর্শন
Post navigation
