মতলব দক্ষিণে বিধিনিষেধ অমান্যে মামলা ও জরিমানা

মতলব দক্ষিণ ব্যুরো
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর বিধিনিষেধের প্রথম দিনে মতলব দক্ষিণের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এতে ১৪ মামলায় ৪ হাজার ৭শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৩ জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটু কুমার বড়ুয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে এই মামলা ও জরিমানা করা হয়।
১৪ দিনের কঠোর বিধিনিষেধ (লকডাউন) বাস্তবায়নে শুক্রবার প্রথম দিনে মতলব পানির টাংকি, টোল প্লাজা, কলেজ গেইট, নারায়নপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনী সদস্যবৃন্দ, মতলব দক্ষিণ থানার এসআই মো. দেলোয়ার হোসেন ও স্যানিটারী ইন্সপেক্টর গাজী মো. খোরশেদ আলম।

২৩ জুলাই, ২০২১।