মতলব দক্ষিণে মহান স্বাধীনতা ও সুবর্ণ জয়ন্তী উদযাপিত

মাহফুজ মল্লিক
হান স্বাধীনতা দিবস ও সুবর্ণ জয়ন্তী সারাদেশের মতো মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে সীমিত পরিসরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মহান স্বাধীনতা ও জাতীয় দিবস গত ২৬ মার্চ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মতলব নিউ হোস্টেল মাঠে দীপ্ত বাংলায় ৩১ বার তোপধ্বনী, সকালে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, দীপ্ত বাংলা পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করেন উদযাপন কমিটি, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মতলব পৌরসভা, মতলব দক্ষিণ থানা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, মতলব প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠন, এনজিওসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
মতলব নিউ হোস্টেল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, সুবিধাজনক সময়ে মসজিদ, মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়। নিউ হোস্টেল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ। এসময় উদযাপন কমিটির আহবায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া উপস্থিত ছিলেন।
নিউ হোস্টেল মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ সময় মতলব পৌরসভার মেয়র আলহাজ আওলাদ হোসেন লিটন, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানমসহ সব কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বেলা ১১টায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিএইচএম কবির আহমেদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দিলরুবা খানম, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খাঁন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি দেওয়ান মো. রেজাউল করিম, শহীদ পরিবারের সদস্য ও পৌর যুবলীগের সভাপতি মো. সোহাগ সরকার, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা, মুক্তিযোদ্ধার ছেলে জাবেদ সিদ্দিকী।
২৯ মার্চ, ২০২১।