মতলব দক্ষিণে মাস্ক না পড়ার দায়ে ১১ জনকে অর্থদণ্ড

মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজলা সদরে মাস্ক না পড়ার দায়ে ১১ জনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৮ নভেম্বর) বিকালে মতলব বাজারে বিভিন্ন অলিগলিতে কেভিট-১৯ এর গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সহকারী কমিশনার (ভূমি) নুশরাত শারমীনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় মাস্ক না পড়ায় ১১ জনকে একশ’ টাকা করে মোট এগারোশ’ টাকা জরিমানা করা হয়।
জানা যায়, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলযায় শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিতকরণ লক্ষ্যে প্রচারণা ও গণসচেতনতা বৃদ্ধি জোরদার করেছে সরকার। তারই অংশ হিসেবে মতলব দক্ষিণে বাজারে চলাচলকারী ক্রেতা-বিক্রেতা ও পথচারীদের মাস্ক পড়া সতর্কীকরণসহ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
১৯ নভেম্বর, ২০২০।