তিন দফা জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায়
মাহফুজ মল্লিক
মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. শহিদউল্লাহ সায়েদ (৬৫) গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। গতকাল বাদ আছর বোয়ালিয়া বালিকা উচ্চবিদ্যালয় মাঠে মো. শহিদউল্লাহ সায়েদকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। রাষ্ট্রীয় মর্যাদা শেষে মরুহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ। রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির ম্যাজিষ্ট্রেট ফাহমিদা হক।
এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এইচ এম গিয়াস উদ্দিন, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত শারমিন, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাজাহান সরকার, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা বাদল খন্দকার, মুক্তিযোদ্ধা রস্তম আলী তালুকদার, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন মৃধা, উপজেলা অ. লীগের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক হানিফ চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সাগরসহ সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি পেশার ধর্মপ্রাণ মুসল্লিগণ।
রাষ্ট্রীয় মর্যাদা শেষে বাদ মাগরিব বোয়ালিয়া উচ্চবিদ্যালয় মাঠে, বাদ এশা মতলব নিউহোস্টেল মাঠে এবং রাত আটটায় ঢাকিরগাঁও বালুর মাঠে মরহুমের তিন দফা নামাজের জানাজা শেষে ঢাকিরগাঁও রিয়াজুল জান্নাত কবরস্থানে দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, শহিদ উল্লাহ সায়েদ গতকাল দুপুর ১২টায় মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরদের উদ্দেশে তিনি মুক্তিযুদ্ধের স্মৃতিকথা তুলে ধরেন। পরে তিনি বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথে হঠাৎ করে বুকে ব্যাথা অনুভব করলে সাথে সাথে স্থানীয় লোকজন তাঁকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. একেএম মাহাবুবুর রহমান তাঁকে মৃত ঘোষণা করেন।
এমপি নুরুল আমিন রুহুলের শোক
মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. শহিদউল্লাহ সায়েদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নুরুল আমিন রুহুল। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।