অ্যাড. নুরুল আমিন রুহুল এমপির পক্ষে

মাসুম সরকার
চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নুরুল আমিন রুহুল এমপির পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের আশ্বিনপুর বাজারে ৪০ জন হতদ্ররিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রার্থী শ্যামল পাটোয়ারী।
এ সময় উপস্থিত ছিলেন আ’লীগ নেতা ও নায়েরগাঁও বাজার ও বণিক সমিতির সভাপতি মাসুদ পাটোয়ারী, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী রাসেল সরকার, যুবলীগ নেতা জিয়াউল হক কমল, চন্দু পাটোয়ারীসহ আ’লীগের দলীয় নেতা-কর্মীরা। খাদ্য সামগ্রী বিতরণকালে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেককে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তৈল ও সাবান দেওয়া হয়।