মতলব পূর্ব কলাদী লোহার ব্রিজের বেহাল দশা

সফিকুল ইসলাম রিংকু
মতলব পৌরসভার বাইশপুর-দাশপাড়া ও পূর্ব কলাদীর মাঝ দিয়ে বয়ে চলা ঝমঝম খালের উপর প্রায় ৪০ বছর আগে নির্মিত লোহার ব্রিজটি মেরামত না হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী ও সাধারণ জনগণ। ঝুঁকিপূর্ণ এই ব্রিজটি বর্তমানে মেরামতের অনুপযোগী হওয়ার কারণে এখানে নতুন ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। কয়েক মাস আগে ব্রিজটি চলাচলের অনুপযোগী হওয়ায় সাবেক এসি-ল্যান্ড নিলয় রহমান বাঁশ দিয়ে মেরামত করে দেন।
স্থানীয়রা বলেন, তিন যুগেরও বেশি পুরোনো এই ব্রিজটি বর্তমানে মেরামতের অনুপযোগী। এ যেন দেখার কেউ নেই। একজন অসুস্থ রোগীকে স্ট্রেচারে করে নিতে হয় এই ঝুঁকিপূর্ণ ব্রিজদিয়ে। এতে রোগীর স্বজনরা থাকেন আতঙ্কে। ভঙ্গুর এই ব্রিজটি নিয়ে একাধিক বার সাংবাদ প্রকাশের পরও কোনো ব্যবস্থা না নেওয়ার ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী।
এলাকার বাসিন্দা পলাশ রায় ও ফারুক গাজী বলেন, দীর্ঘদিন যাবত এই সেতু দিয়ে পূর্ব কলাদী, বাইশপুর, দাশপাড়া, লক্ষীপুরসহ বিভিন্ন গ্রামের হাজারও মানুষ চলাচল করে। যে কোন সময় সেতুটি ভেংঙ্গে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
এ বিষয়ে পৌরসভার ১ ও ২নং ওয়ার্ডের দায়িত্বে থাকা মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহমেদ বলেন, বিষয়টি আমাকে জানিয়েছে। এ নিয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলবো।
উপজেলা প্রকৌশলী মেহেদী হাসান বলেন, এই ব্রিজটি মতলব পৌরসভার অধিনে, যদি পৌর কর্তৃপক্ষ দায়িত্ব নিতে না পারেন তবে আমাদের দপ্তর থেকে দেখা হবে।

১১ মার্চ, ২০২৫।