মাহফুজ মল্লিক
মতলব পৌরসভার সাবেক মেয়র ও মতলব পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটনকে (৫৪) ঢাকা থেকে আটক করেছে ডিবি পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভেরিফাইড পেজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
ওই পেজের মাধ্যমে আরো জানা গেছে, গত ১০ মে ডিবির অভিযানে সাবেক এমপি ও আওয়ামী লীগের ৫ জনকে আটক করা হয়। আটক ৫ জনের মধ্যে মতলব পৌরসভার সাবেক মেয়র ও মতলব পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটনের নামও উল্লেখ রয়েছে। বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শনিবার রাত ১টা ১০ মিনিটে তাকে (আওলাদ হোসেন লিটন) আটক করেন ডিবি গুলশান বিভাগের একটি টিম।
আটকরা সংঘবদ্ধ হয়ে আইন-শৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত ছিল। আটক হওয়া আওলাদ হোসেন লিটনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণের প্রক্রিয়া চলছে বলেও ওই পেজের মাধ্যমে জানা যায়।
এদিকে মতলব পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটনের আটকের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে মতলবের সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন মহলে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। তবে তার গ্রেফতারের বিষয়ে বিএনপি, জামায়াতে ইসলাম ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীসহ মতলবের অধিকাংশ মানুষ খুশি এবং আনন্দিত। গত ৫ আগস্টের পর থেকে আওলাদ হোসেন লিটন পলাতক ছিল।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহমেদ বলেন, মতলব পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটনের আটকের বিষয়ে তিনি যোগাযোগ মাধ্যম ফেসবুকে এবং বিভিন্ন লোকের মাধ্যমে শুনেছেন। তবে সরকারিভাবে কোনো কাগজ পাননি।
১১ মে, ২০২৫।