
মতলব দক্ষিণ ব্যুরো
করোনাভাইরাস থেকে রক্ষা পেতে ও জনসচেতনতার লক্ষ্যে মতলব পৌরসভার মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক ও জনসাধারণ হাত ধুয়ে পৌরসভা অফিসে প্রবেশ করছেন। পৌরসভায় প্রবেশ এবং বের হওয়ার আগেও সাবান দিয়ে হাত ধুয়ে বের হতে দেখা গেছে। গতকাল সোমবার মতলব পৌরসভার উদ্যোগে হাত ধোয়ার জন্য বিশুদ্ধ পানির টেপ এবং সাবান, হ্যাক্সিসলের ব্যবস্থা করা হয়েছে।
মতলব পৌরসভার মেয়র আলহাজ আওলাদ হোসেন লিটন বলেন, আমাদের আতংকিত হওয়ার কিছুই নেই। আতংকিত না হয়ে এ ভাইরাস থেকে রক্ষা পেতে সবার সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতা জরুরি। তাই আমাদের সবাইকে পরিবার ও নিজের নিরাপত্তার কথা চিন্তা করে সচেতন থাকতে হবে। আমি সবার সার্বিক সহযোগিতা কামনা করছি।