ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ড ঘটিয়ে তারা বাঙালি জাতিকে কলঙ্কিত করছিল
…….. নুরুল আমিন রুহুল এমপি
মাহফুজ মল্লিক
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নুরুল আমিন রুহুল বলেছেন, ইতিহাসের ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ড ঘটিয়ে বাঙালি জাতিকে কলঙ্কিত করছিল সেনাবাহিনীর বিপদগামী সদস্যরা। তাই বাঙালির জন্য আজকের দিনটি শোকের। একই সঙ্গে হারানোরও। বিশ্ব মানবতার জন্যও আজকের দিনটি কলঙ্কের। স্বাধীনতার মহান স্থপতি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারানোর দিন আজ। শুধু বাংলাদেশ ভূখণ্ডে নয়, দুনিয়াজুড়ে বিবেকবান মানুষের কাছে ভয়ঙ্কর বিষাদের দিন ১৫ আগস্ট। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য ধানমন্ডির ৩২ নম্বরের বাসভবনে বঙ্গবন্ধুসহ তার পরিবারকে হত্যা করা হয়। এ হত্যার সাথে জড়িত খুনিদের অনেকের ফাঁসি কার্যকরের মাধ্যমে জাতি কিছুটা হলেও কালিমামুক্ত হয়েছে।
গত ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মতলব পৌর আওয়ামী লীগের আয়োজনে দলের অসহায় ও দুঃস্থ কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেছেন।
পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. আওলাদ হোসেন লিটনের সভাপতিত্বে এবং পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু সরকারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ। এসময় দলীয় নেতাকর্মী এবং পৌরসভার কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় পৌরসভার ৫ শতাধিক নেতাদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়।
১৭ আগস্ট, ২০২১।