
সভাপতি কাজী নাছির, সম্পাদক ফয়সাল সরকার
মাহফুজ মল্লিক
ঐতিহ্যবাহী মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নির্বাচন ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। গত শনিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত মতলবগঞ্জ জে বি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩টি কক্ষের ৬টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রত্যেকটি বুথে ২টি করে সিসি ক্যামেরা এবং আইন-শৃঙ্খলা বাহিনী হিসেবে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক, সহকারী কমিশনার (ভূমি) শিরিনা শারমিন ও থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ।
নির্বাচনে ১১শ’ ৯ জন ভোটারের মধ্যে ১ হাজার ৩১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে ১৭টি পদের বিপরীতে ৩১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতাতা করেন। এর মধ্যে সভাপতি পদে ২ জনের মধ্যে ৬৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আলহাজ কাজী মো. নাছির উদ্দিন, ব্যালট নং- ১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বিতা আল মহসিন প্রধান, ব্যালট নং-২ ভোট পেয়েছেন ৩৭০।
সহ-সভাপতি পদে ৩ জনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতাতা করেন ৫ জন, তন্মধ্যে নির্বাচিত হয়েছেন মো. মজিব সরকার, ব্যালট নং-৪ (প্রাপ্ত ভোট ৫৭৬), মো. হান্নান অপু, ব্যালট নং-৭ (প্রাপ্ত ভোট ৫২৬), চন্দন সাহা, ব্যালট নং-৩ (প্রাপ্ত ভোট ৪৫৫), তার নিকটতম প্রতিদ্বন্দ্বিতাতা মো. সফিকুল ইসলাম, ব্যালট নং-৬ (প্রাপ্ত ভোট ৪৫৩), মো. মতিন পাটোয়ারী, ব্যালট নং-৫ (প্রাপ্ত ভোট ৩১২)।
সাধারণ সম্পাদক পদে মো. ফয়সাল সরকার (ব্যালট নং- ৯) ৩৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাজি মো. লোকমান হোসেন, ব্যালট নং-১০ (প্রাপ্ত ভোট ৩০৯) ও মো. ফারুক সরকার, ব্যালট নং-৮ (প্রাপ্ত ভোট ২৯১)।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৪৯৩ ভোট পেয়ে নির্বাচিত হন মো. নাজির আলম প্রধান (ব্যালট নং-১২) নিকটতম প্রতিদ্বন্দ্বিতা গনেশ ভৌমিক, ব্যালট নং-১১ (প্রাপ্ত ভোট ৪৩৬)।
কোষাধ্যক্ষ পদে ৪১১ ভোট পেয়ে নির্বাচিত হন একজনের বিপরীতে তিন জন মো. কামাল বেপারী, ব্যালট নং- ১৩, নিকটতম প্রতিদ্বন্দ্বী মধন মোহন সাহা, ব্যালট নং-১৫ (প্রাপ্ত ভোট ৩৪৮), মো. বিল্লাল প্রধান, ব্যালট নং-১৪ (প্রাপ্ত ভোট ১৭৪)।
সমাজকল্যণ পদে ৪৮২ ভোট পেয়ে নির্বাচিত হন একজনের বিপরীতে দুইজন মো. দাদন ফরাজী, ব্যালট নং-১৬, নিকটতম প্রতিদ্বন্দ্বিতা প্রনেশ চন্দ্র রায়, ব্যালট নং-১৭ (প্রাপ্ত ভোট ৪৮০)।
দপ্তর সম্পাদক পদে ৩৯২ ভোট পেয়ে নির্বাচিত হন মো. নুরুজ্জামান জামাল মিজি (ব্যালট নং-১৯), নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রোকনুজ্জামান রোকন, ব্যালট নং-২০ (প্রাপ্ত ভোট ৩৪৫) ও মো. কাজী কাদের, ব্যালট নং-১৮ (প্রাপ্ত ভোট ১৬৭)্।
প্রচার সম্পাদক পদে ৪৮৬ ভোট পেয়ে নির্বাচিত হন মো. রেজাউল করিম (ব্যালট নং-২২), নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আলী আজগর, ব্যালট নং-২১ (প্রাপ্ত ভোট ৪১২)।
সদস্য পদে সাতজনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৯ জন। নির্বাচিত হয়েছেন মো. শাহজালাল, ব্যালট নং-২৮ (প্রাপ্ত ভোট ৬৬৬), সঞ্জয় ঘোষ, ব্যালট নং-৩০ (প্রাপ্ত ভোট ৬০৫), মো. মেহেদী দেওয়ান, ব্যালট নং-২৫ (প্রাপ্ত ভোট ৬০১), মো. সিরাজ মিয়াজী, ব্যালট নং-৩১ (প্রাপ্ত ভোট ৫৮৭), মো. রাফেল, ব্যালট নং-২৭ (প্রাপ্ত ভোট ৫৬৪), মো. শাখাওয়াত হোসেন, ব্যালট নং-২৯ (প্রাপ্ত ভোট ৫২৭) ও মো. ডালিম, ব্যালট নং-২৩ (প্রাপ্ত ভোট ৪৪৯)। এছাড়া বলরাম চন্দ্র সাহা, ব্যালট নং-২৪ (প্রাপ্ত ভোট ৪২৭), রাধারমন সাহা, ব্যালট নং-২৬ (প্রাপ্ত ভোট ৩১৭)।
নির্বাচনে নির্বাচন অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবুল হাসানাত। সহকারী নির্বাচন অফিসার ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোখলেছুর রহমান ও সহকারী বিআরডিবি কর্মকর্তা আব্দুর রশিদ।