
মতলব দক্ষিণ ব্যুরো
মতলব সরকারি ডিগ্রি কলেজে নতুন অধ্যক্ষ মোহাম্মদ আবুল কালাম আজাদ। গত বৃহস্পতিবার বিকেলে ওই কলেজের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি অধ্যক্ষ হিসেবে তার যোগদানপত্র পেশ করেন। ২০১৮ সাল থেকে মতলব সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষের পদ খালি ছিল।
মতলব সরকারি কলেজের কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ওই কলেজের কার্যালয়ে শিক্ষক-কর্মচারীদের উপস্থিতিতে নতুন অধ্যক্ষ হিসেবে মোহাম্মদ আবুল কালাম আজাদ তার যোগদানপত্র জমা দেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল কালাম আল আজাদ, কলেজটির সহকারী অধ্যাপক কাওছার রসিদ, সহকারী অধ্যাপক জি এম হাবিব খান, সহকারী অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান, সহকারী অধ্যাপক শাহনাজ পারভীন কাকলী এবং প্রভাষক মো. মোশারেফ হোসেন, প্রভাষক ইসমাইল হোসেন, প্রভাষক সাইফুল ইসলাম, প্রভাষক তৌহিদুল আলম ইমু, প্রভাষক মিজানুর রহমান, প্রভাষক মো. কামাল হোসেন, প্রভাষক রবিউল ইসলাম মিজি, প্রভাষক বিপুল চন্দ্র সাহাসহ আরো বেশ কয়েকজন কলেজ শিক্ষক এবং কলেজের কর্মচারীবৃন্দ।
সূত্রটি জানায়, পরে কলেজটির নবাগত অধ্যক্ষ শিক্ষকমন্ডলীর সঙ্গে শিক্ষার গুণগত মানোন্নয়ন নিয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন। ওই সভা পরিচালনা করেন কলেজটির স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক, বিশিষ্ট কবি ও সাংবাদিক মুহাম্মদ জাকির হোসেন। নবাগত অধ্যক্ষ মোহাম্মদ আবুল কালাম আজাদ তার বক্তৃতায় মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে জাতি গঠনের জন্য শিক্ষকদের আহ্বান জানান।
সূত্রটি আরও জানায়, ২০১৮ সালের ২৪ জানুয়ারি মো. আব্দুস সামাদ চাকরি থেকে অবসর গ্রহণ করলে ওই কলেজের অধ্যক্ষের পদ খালি হয়। এরপর সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কিছু দিন দায়িত্ব পালনের পর তিনিও অবসরে যান। ২০১৮ সালের পয়লা জুলাই থেকে সহকারী অধ্যাপক মো. আবুল কালাম আল আজাদ দেড় বছরের বেশি সময় ধরে কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।
ওই কলেজের একাধিক শিক্ষক সূত্রে জানা গেছে, সদ্য যোগদানকারী অধ্যক্ষের বাড়ি মতলব দক্ষিণ উপজেলার বাইশপুর গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পর ১৬তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন। ৯৬ সালে ফেণী সরকারি কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন। এ কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করার আগে তিনি গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।