
স্টাফ রিপোর্টার
মধ্যপ্রাচ্য বিএনপির সাংগঠনিক পুনর্গঠনের দায়িত্ব পাওয়ায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদি আরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিবকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পূর্বাঞ্চলীয় প্রদেশ দাম্মাম কেন্দ্রীয় কমিটি সৌদি আরবের সভাপতি আলহাজ্ব মো. ফারুক হোসেন মোল্লা (রিপন)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পূর্বাঞ্চলীয় প্রদেশ দাম্মাম কেন্দ্রীয় কমিটি সৌদি আরবের সভাপতি আলহাজ্ব মো. ফারুক হোসেন মোল্লা (রিপন), দলের ত্যাগী ও মধ্যপ্রাচ্য বিএনপির দুঃসময়ে কান্ডারী আহমদ আলী মুকিবকে মধ্যপ্রাচ্য বিএনপির সাংগঠনিক পুনর্গঠনের দায়িত্ব দেওয়ায় কেন্দ্রীয় বিএনপির নীতি নির্ধারকদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই।
আলহাজ মো. ফারুক হোসেন মোল্লা (রিপন) বলেন ,মধ্যপ্রাচ্যে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আহমদ আলী মুকিবের নেতৃত্বে জোরদার হবে এবং সংগঠন আরও গতিশীল হবে এই দায়িত্ব আহমদ আলী মুকিবকে দেওয়া তিনি বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় বিএনপির সকলকে ধন্যবাদ জানান এবং দলের চেয়ারপার্সন গণতন্ত্রের মা আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও অবিলম্বে নিঃশর্তে জামিন মঞ্জুর ও মুক্তি কামনা করে গণতন্ত্র ফিরে আনতে সরকারের প্রতি আহ্বান জানান ।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদি আরবের সভাপতি আহমদ আলী মুকিবকে মধ্যপ্রাচ্য বিএনপির সাংগঠনিক পুনর্গঠনের দায়িত্ব দেওয়া হয়।